জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না: তাহের

১ সপ্তাহে আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সরকারের নীতিমালা ভিত্তিতে সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এটাই হচ্ছে মৌলিক কথা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন জুলাই সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো কোনো দল কিছুটা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে। তার সাথে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি এই জাতি যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, জুলাই সনদ যারা মানবে না এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতক। জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি হবে। সেখানে আমরা স্পষ্ট করে বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এ বিষয়ে একটি দুটি দল ছাড়া বাকি সব দল যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমরা সকলে একমত।

 

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথেই সরকারকে বলতে চাই দুই একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষা ও বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছার প্রতিফলন হয়েছে সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে। অন্যথায় একটা পরিকল্পিত ও প্রহসনের নির্বাচনের দিকে যদি সরকার যায় বা কোন দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দিবে না। এবং তার প্রেক্ষিতে দেশে নতুন করে সমস্যা সৃষ্টি হবে।

 

আরও পড়ুন: নুরের ওপর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি তাহেরের

 

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী, জামায়াত নেতা নুরে আলম মিয়াজি, হাফেজ বদিউল আলম, শাখাওয়াত হোসেন শামিম, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন, নাসিম মিয়াজি প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন