জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনের ঘোষণা চায় জনগণ: প্রিন্স

২০ ঘন্টা আগে
জুলাই সনদ ও ঘোষণাপত্রের পাশাপাশি জনগণ অবিলম্বে নির্বাচনের ঘোষণাও চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘রোজার আগেই নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

সোমবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের বাদশা বাজারে কাউয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। 

 

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিএনপি এ সনদ ধারণ করে, তবে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টায় লিপ্ত।’

 

আরও পড়ুন: বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে : প্রিন্স

 

তিনি আরও বলেন, ‘বিএনপি শহীদদের রক্তের ঋণ শোধে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের কাছে দেয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করবে।’

 

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন শহীদ বিজয়ের বাবা সাইদুল ইসলাম ফরাজী, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লবসহ আরও অনেকে।

 

বিগত বছর গাজীপুরের মাওনা ওয়াপদা মোড়ে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

 

স্মরণসভা শুরুর আগে এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির নেতারা শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিলেও অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন