জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সালাহউদ্দিন

৩ দিন আগে
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।

 

বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সবাই সমান অধিকার ভোগ করবে, সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে, এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।’

 

তিনি বলেন, ‘দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, জান্নাতের টিকিট দেয়ার কথা বলে। তারা চায় নারীরা যাতে বন্দি থাকে, তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেয়ার কথা। কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে, যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। তারা নারীদের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না।’

 

আরও পড়ুন: নির্বাচনের আগেই গণভোটসহ তিন দাবি ইসলামি ৮ দলের

 

বিএনপির এই নেতা বলেন, ‘নারীদের রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে নারীরা এগিয়ে যেতে পারে। ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, যাতে এগিয়ে যাবে নারী ও দেশ।’

 

একই দিনে নির্বাচন এবং গণভোটকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, সেজন্য সংসদ প্রয়োজন।’

]]>
সম্পূর্ণ পড়ুন