জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে মঙ্গলবার লিফলেট বিতরণ

৪ দিন আগে
দ্রুততম সময়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এ লক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে এক লিফলেট বিতরণ কর্মসূচির আগে এসব কথা জানানো হয়।

 

লিফলেট বিতরণ বাংলামোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজারে এলাকা ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

 

এরআগে, লিফলেট বিতরণ কর্মসূচি বিস্তারিত বর্ণনা দেন সংগঠনের নেতাকর্মীরা। 

 

তারা জানান মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবদানের কথা ঘোষণাপত্রে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

 

জাতীয় নাগরিক কমিটির সেক্রেটারি আক্তার হোসেন বলেন, সরকারের কাছ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছি। এ দাবি আদায়ে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।  

 

আরও পড়ুন: চাঁদাবাজি ও শ্লীলতাহানীর দুই মামলায় কামরুল ৪ দিনের রিমান্ডে

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন