অভিযোগ পাওয়া গেছে, নানা অভিনব কায়দায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র।
এমন প্রতারক চক্রের ফাঁদে পড়েন জুলাই বিপ্লবে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আহত শিক্ষার্থী আমজাদ হোসেন। ১৫ দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে সহায়তার নামে একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। আড়াই লাখ টাকা দেয়া হবে- এই কথা বলে হোয়াটসঅ্যাপে এটিএম কার্ডের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলে।
গত ৪ নভেম্বর একই কায়দায় আরেক আহত শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দীনের অ্যাকাউন্ট থেকে দুই ধাপে উত্তোলন করা হয় ৪০ হাজার টাকা।
শহীদ ও আহতদের দেখভালের দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিরা বলছেন, সহায়তার কথা বলে এসএমএস ও ফোন কলের মাধ্যমে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই ফাউন্ডেশনের নামে এ প্রতারণা করা হচ্ছে। এরইমধ্যে অন্তত ৭ জনের কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে ৪ লাখ টাকার বেশি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল সমন্বয়ক সেলের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, আহতদের সহানুভূতি কাজে লাগিয়ে একদল প্রতারক প্রযুক্তি কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে। বেশ কয়েকটি জিডিও হয়েছে।
এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দীন। তিনি বলেন, সাহায্যের কথা বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে প্রতারণা কথা জেনেছি। কোন মোবাইল নম্বর থেকে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে তা বের করব।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন ৯ জন। আর এখন পর্যন্ত আহতের তালিকা হয়েছে ৪০৬ জনের।