ইমন ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের মো. নান্টুর ছেলে ও ঢাকার উত্তর বাড্ডায় একটি কারখানার শ্রমিক ছিলেন।
ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ভোলার আলী নগর ইউনিয়নের সাচিয়া গ্রামের নিহতের পারিবারিক কবরস্থান থেকে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তাসহ নিহতের পরিবারের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়।
আরও পড়ুন: সিলিং ফ্যানে ঝুলছিল জনতা ব্যাংক কর্মকর্তার মরদেহ
গত বছর ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকার উত্তর বাড্ডা এলাকায় গুলিতে নিহত হন ইমন। পরে ২৬ সেপ্টেম্বর নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৯২ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদ রাব্বীর মরদেহ নিজ বাড়িতে দ্বিতীয়বার দাফন
সহকারী কমিশনার আহসান হাফিজ জানান, আদালতের নির্দেশে শহীদ ইমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
]]>