মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। যারা আন্দোলনের ইতিহাসকে কলঙ্কিত করছে, তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন দেখতে চান? একদিনে জুলাই আসেনি, রক্তের সিঁড়ি ডিঙিয়ে জুলাই এসেছে। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান এসেছে।
এ সময় সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি বিষয়ে তিনি বলেন, ৫ মাস আগে (১২ ফেব্রুয়ারি) জুলাই ঘোষণাপত্র জমা দিয়েছিল। জুলাই ঘোষণাপত্র নিয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, ভবিষ্যতে যেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ আঙুল তুলতে না পারে, তার সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে।
তবে সনদ নিয়ে সংশয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যে ধীরগতি দেখা যাচ্ছে, তাতে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে আমরা আশা করি সম্ভব হবে।
আরও পড়ুন: পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন
]]>