জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ

২ সপ্তাহ আগে
জুলাই অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। ‌বুধবারই তা গেজেটে প্রকাশ হয়েছে।


গণ-অভ্যুত্থানে শহীদদের এ প্রথম তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে। তবে তাদের মৃত্যুর ঘটনাস্থল বা তারিখ গেজেটে আসেনি।


সরকারের গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত ২১ ডিসেম্বর। সেখানে ৮৫৮ জন শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম ছিল।
 

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান: উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল পাঁচ দশক আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখভাল করার জন্য। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ও বিশ হাজার মানুষ আহত হওয়ার পর তাদের দেখভালেও এ মন্ত্রণালয়ের অধীন একটি অধিদফতর চালু হতে যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন