বৃহস্পতিবার (২ অক্টোবর) জেআরজেএ’র সদস্য সচিব ইসরাফিল ফরাজীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার বক্তব্যে বলেছেন ‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি, তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না!’ তিনি ঢালাওভাবে এই বক্তব্য দিয়ে গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে জেআরজেএ।
আরও পড়ুন: ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা প্রয়োজন: হাদি
এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন সাংবাদিক। গণ-অভ্যুত্থানের পর গঠিত হওয়া বাগছাসের কোনো নেতার গণ-অভ্যুত্থানে রক্ত ঝরেনি। শত শত সাংবাদিকের রক্ত ঝরেছে চব্বিশের গণ-অভ্যুত্থানে।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: ৫ বার বদলানো হয় ময়নাতদন্ত রিপোর্ট
এতে আরও বলা হয়, অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান এবং বাগছাস দুঃখ প্রকাশ না করলে ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে বগছাসের সব কার্যক্রম বয়কট করবেন সাংবাদিকরা।
]]>