জুয়ায় আসক্ত স্বামী, অভিমানে গৃহবধূর আত্মহত্যা!

৪ সপ্তাহ আগে
পঞ্চগড়ে জুয়ায় আসক্ত স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূ।

সোমবার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মারা যাওয়া শাহিনুর আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী।


স্থানীয়দের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার জানান, শাহিনুরের বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল আমবাড়ি গ্রামে। দেড় মাস আগে তসলিমের সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে হয় স্বামী পরিত্যক্ত শাহিনুরের।
 

তিনি আরও জানান, তসলিম জুয়া খেলায় আসক্ত। এ নিয়ে পারিবারিক কলহে শনিবার (৫ জুলাই) ওই শাহিনুর বিষপান করেন। দুপুরে চিকৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তসলিম। সোমবার (৭ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

আরও পড়ুন: ‘গৃহশিক্ষক’ ইস্যুতে অভিনেত্রী আরতির ছেলের আত্মহত্যা!


এসআই তৈয়ব আলী জানান, শাহিনুরের বাবার বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি লিখিত নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শাহিনুরের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন