ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মারা যান জুবিন। তার মৃত্যুর খবর প্রকাশের পরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গায়কের শেষ ভিডিও বার্তা।
ওই ভিডিও বার্তায় দেখা যায়, কালো রংয়ের টিশার্ট ও প্যান্ট পরেছেন জুবিন। গলায় নজরকাড়া হার। ভিডিও বার্তায় সংগীতশিল্পী সবাইকে উৎসবের আমন্ত্রণ জানাচ্ছেন। ভক্তদের তিনি জানান, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও বার্তায় জুবিন বলেছিলেন,
সিঙ্গাপুরের সাংস্কৃতিক উৎসবে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের সাথে কথা বলবো। মঞ্চে পারফর্ম করবো। সবাই উৎসবে আসবেন। ধন্যবাদ।

‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ -এ হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাওয়ার কথা ছিল জুবিনের। ভক্তদের সে অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে নিজেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গায়ক। তাই তার শেষ ভিডিও বার্তা কাঁদাচ্ছে ভক্তদের। কমেন্ট বক্সে ভক্তরা জুড়ে দিচ্ছেন হৃদয় ভাঙার ইমোজি।
আরও পড়ুন: গায়ক জুবিন গর্গ মারা গেছেন
মাত্র ৫২ বছর বয়সে জুবিন মৃত্যুর কোলে ঢলে পড়ায় শোকে স্তব্ধ টালিউড ও বলিউড। সংগীত ক্যারিয়ারে টালিউড ও বলিউড মিলে ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন। তার হিট গানের মধ্যে রয়েছে কৃশ থ্রি সিনেমার ‘দিল তুহি বাতা’, পরাণ যায় জলিয়ারের ‘চোখের জলে’, গ্যাংস্টারের ‘ইয়া আলি’, পাগলু টুয়ের ‘খুদা জানে’ ইত্যাদি।
আরও পড়ুন: ‘তুমি আমাদের ছেড়ে চলে গেলে’, আবেগঘন বার্তা সৃজিতের
]]>