বাংলা গানের জন্যও তিনি সমান জনপ্রিয়। বেঁচে থাকতে অসংখ্য বাংলা গান উপহার দিয়েছেন জুবিন। সেইসব গান এখনও ভক্তের প্লে লিস্টে বেজে ওঠে।
গায়কের শেষ যাত্রায় তার ভক্তের কান্নায় স্তম্ভিত হয়ে গেছে পুরো দেশ।
আরও পড়ুন: পৌঁছেছে জুবিনের মরদেহ, কফিন ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী
দেখে নিন জুবিন গর্গের জনপ্রিয় ১০ বাংলা গান
১. চোখের জলে
২. বোঝেনা সে বোঝেনা
৩. পিয়া রে পিয়া রে
৪. আয়না মন ভাঙা আয়না
৫. তোমার আমার প্রেম
৬. হাবুডুবু হাবুডুবু
৭. প্রেম কি বুঝিনি
৮. ও বন্ধুরে
৯. লাগে না লাগে না
১০. মন তোকে দিলাম
আরও পড়ুন: জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, প্রথমবার মুখ খুললেন স্ত্রী গরিমা
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।