ক্লাব ফুটবলে এখন চলছে ব্যস্ত সময়। লিগের শেষদিকের খেলা চলছে এখন। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল চলছে। চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোর ফাইনাল। এরপর আগামী মাসে ক্লাব বিশ্বকাপ।
এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলের দামামাও বাজতে শুরু করেছে। জুনের শুরুতেই ফিফার আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে দলগুলো। এর মধ্যে দক্ষিণ আমেরিকার দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে।
এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার জন্য বাছাই পর্বের বাকি ম্যাচগুলোর বিশেষ গুরুত্ব আছে। কোচ লিওনেল স্ক্যালোনি বাকি ম্যাচগুলোয় দল নিয়ে নানান পরীক্ষানিরীক্ষা চালাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে পাওয়ার চেষ্টায় রিয়াল
জুনে বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ ও ১৬তম রাউন্ডের খেলায় আর্জেন্টিনার প্রতিপক্ষ যথাক্রমে চিলি ও কলম্বিয়া। এই দুই ম্যাচ মাঠে গড়ানোর দিনক্ষণ ও ভেন্যু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।
৬ জুন সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরের ম্যাচটি অবশ্য ঘরের মাঠেই খেলবে আলবিসেলেস্তেরা।
১১ জুন রিভারপ্লেটের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেললেও এই দুই ম্যাচের ওপর বাকি দলগুলোর ভাগ্য অনেকাংশে নির্ভর করছে।
১৪ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়া চিলি ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার শেষে অবস্থান করছে। বিশ্বকাপ থেকে তারা অনেকটাই ছিটকে গেছে। এই ম্যাচে হারলে আগামী বিশ্বকাপের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবেই বাদ পড়ে যাবে তারা।
আরও পড়ুন: পর্তুগালে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
সমান ম্যাচে ৫ জয় ও ৫ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে কলম্বিয়া। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে সের ছয়ে জায়গা টিকিয়ে রাখতে হবে তাদের।
এদিকে চলতি বছর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে আর্জেন্টিনা। অক্টোবরে এশিয়ার একটি দেশ আলবিসেলেস্তেদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে যোগাযোগ করছে। তবে এখনও সেই ম্যাচের আয়োজন নিশ্চিত নয়। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সঙ্গেও ম্যাচ খেলার কথা আছে আর্জেন্টিনার। এই ম্যাচটি নভেম্বরে মাঠে গড়াতে পারে। এ ব্যাপারে দুই ফেডারেশনের মধ্যে এরই মধ্যে কথা হয়েছে।