জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল

২২ ঘন্টা আগে
আগামী ২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। আর এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন চলবে। বিজি প্রেসে পাণ্ডুলিপি জমা দিতে হবে ৯ অক্টোবর। এরপর নিজ-নিজ বোর্ডের আওতাধীন জেলাগুলোতে কেন্দ্রওয়ারী প্রশ্নপত্রের প্যাকিং তালিকা ঢাকা বোর্ডে পাঠানোর শেষ সময় ১৫ অক্টোবর। একই দিনে ঢাকা বোর্ড সমন্বিত কেন্দ্র তালিকা প্রকাশ করবে। প্রশ্নপত্র প্যাকিং তালিকা বিজি প্রেসে পাঠানো হবে ১৬ অক্টোবরের মধ্যে।


উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা ও কেন্দ্র তালিকা জেলা কমিটিকে বোর্ডে পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

 

আরও পড়ুন: সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা


৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণের কাজ হবে। ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।


১০ ডিসেম্বর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

]]>
সম্পূর্ণ পড়ুন