জীবিত মানুষকে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠাল ডাক বিভাগ

১ সপ্তাহে আগে
জীবিত মানুষকে মৃত ভেবে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় সেবার এমন ঘটনায় হতবাক হয়েছেন গ্রাহক গোলাম মোস্তফা মিন্টু, যিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা।

গোলাম মোস্তফা মিন্টু জানান, ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। সে সময় তিনি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময়ে আয়কর বিভাগের আইনজীবী এফকেএম লুৎফর রহমান তার কাছে একটি চিঠি পাঠান। চিঠির খামে ঠিকানার পাশাপাশি মোবাইল নম্বরও লেখা ছিল। কিন্তু ডাক বিভাগের কর্মচারী যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠান। ফেরত পাঠানো খামের ওপরে লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃতবরণ করায় ফেরত’।

 

আরও পড়ুন: চালক-হেলপারদের মানবেতর জীবন, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

 

মিন্টু বলেন, ‘রোববার আইনজীবীর সঙ্গে দেখা হলে আমি জানতে পারি যে চিঠি ফেরত গেছে। খাম দেখে আমি হতবাক হয়ে যাই।’

 

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ায়। ওই রুটে চিঠি বিলির দায়িত্বে থাকা ডাক বিভাগের কর্মচারী আমিনুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে জানতে চান, ‘উনি কি বেঁচে আছেন?’ পরে তাকে মিন্টুর ফেসবুক পোস্ট দেখানো হলে তিনি স্বীকার করেন, ‘ফেসবুকে তার মৃত্যু সংবাদ দেখে চিঠি ফেরত পাঠানো হয়েছিল।’

]]>
সম্পূর্ণ পড়ুন