শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় অনলাইনে এই জিডি করেন।
জিডিতে সফিকুল ইসলাম উল্লেখ করেছেন, আমি গণঅধিকার পরিষদ দিনাজপুর শাখার সভাপতি। আমি বৃহস্পতিবার সকাল ১০টার সময় দিনাজপুর শহরের কসবা গফুরপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলাম। এ সময় মো. জবেদ আলীসহ ৮-১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার বাসায় ঢুকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) দেখিয়ে মেরে ফেলার হুমকি দেন। তারা আমাকে বলেন, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে গালিগালাজ করি, জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙতে যাই, নুরের দল করি- এসব আজেবাজে কথা বলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমাকে একা রাস্তায় পেলে জানে মেরে ফেলে আমার মরদেহ গুম করে ফেলবে। আমি আশঙ্কা করছি, উক্ত ব্যক্তিরা আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তাই নিরাপত্তার জন্য এই জিডি করা প্রয়োজন।’
আরও পড়ুন: নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল
তিনি বলেন, ‘জিডি করা ছাড়াও বিষয়টি নিয়ে আমি কেন্দ্রকে জানিয়েছি। তারা প্রশাসনের সঙ্গে কথা বলেছে। পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
]]>