‘জীবনে আ.লীগের নাম মুখেও নেব না’

১ সপ্তাহে আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে আবদুল আজিজ মিয়া বলেন, ‘আমি ২০১২ সাল থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে আমি কখনো আওয়ামী লীগের নামও মুখে নেব না।’

আরও পড়ুন: পিরোজপুরে নাশকতার মামলায় স্কুলশিক্ষক গ্রেফতার

তার পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ বলছেন, রাজনৈতিক বিরোধ ও আইনি জটিলতা এড়ানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ মনে করছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ টিকিয়ে রাখার কৌশল হিসেবেই দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন