বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিশুটির স্বজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
দ্রুত শিশু রাব্বীর ওপর বর্বরতা চালানোর ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এর আগে, গত সোমবার (১৭ মার্চ) বিকেলে নগরের আকুয়া দারুস সালাম মসজিদ এলাকায় আটকে রেখে শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করা হয় শিশু রাব্বীকে (১১)। সে নগরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় নানা-নানির সঙ্গে থাকত এবং সানকিপাড়া বাজারে একটি ব্রয়লার মুরগির দোকানে শ্রমিকের কাজ করত।
আরও পড়ুন: ময়মনসিংহের নান্দাইলে ১৪৪ ধারা
এ ঘটনায় রাব্বীর নানা নায়েব আলী বাদি হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আসামি করে ও অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা মামলা করেন। মামলায় মঙ্গলবার ১৪ বছর বয়সী কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এদিকে শিশু রাব্বীর সঙ্গে ঘটা নৃশংসতায় আরও যারা জড়িত আছে তাদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি আরিফুল হাসান, কবি আরাফাত রিলকে, কবি কাঙাল শাহীন, সমাজকর্মী মমিনুর রহমান প্লাব, জিয়া রহমান, ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল নাকিব, বাসদের সদস্য অজিত দাস, কবি ও সংগঠক শামীম আশরাফ।
আরও পড়ুন: ময়মনসিংহে বেড়েছে চুরি-ছিনতাই, রেহাই পাচ্ছে না পুলিশ-আইনজীবীও!
এছাড়াও শিশু রাব্বীর খালা লাকি আক্তার ও নানা নায়েব আলী রাব্বীর সঙ্গে ঘটা নৃশংসতার দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধন সঞ্চালনা করেন কবি শরৎ সেলিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আশিকুর রহমান তুহিন বলেন, এরইমধ্যে এক আসামিকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা তদন্ত কাজ করছি।