‘জীবন নরক হয়ে উঠতে পারে’ কেন বললেন শেহনাজ?

২ সপ্তাহ আগে
টিভি পর্দা আর সিনেমা দুই মাধ্যমেই সমান জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী, মডেল এবং গায়িকা শেহনাজ গিল। তবে ক্যারিয়ারে সফল এ বলিউড তারকার ব্যক্তিজীবন অনেকটাই এলোমেলো। সে জীবনকে গুছিয়ে নিতে অনেকেই অভিনেত্রীকে দেন বিয়ের উপদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রীর প্রেমিক সিদ্ধার্থ শুক্লের হঠাৎ মৃত্যু হলে নিজেকে আর প্রেমের সম্পর্কে জড়াননি শেহনাজ। শুধু তাই নয়, বিয়ের প্রতি অনীহাও জন্মেছে তার।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ গিলের কাছে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে শেহনাজ বলেন,

এই মুহূর্তে ‘ইক্কি কুঁড়ি’ নিয়ে ভীষণই ব্যস্ত। বিয়ের কোনও পরিকল্পনা নেই।

 

শেহনাজ আরও বলেন,

বিয়ে নিয়ে  অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তুমি কারো জন্য সবকিছু করছো। এটা খুব বড় সিদ্ধান্ত। তাই বিয়ে ঠিকঠাক না হলে খুব বড় প্রভাব পরে একজন নারীর জীবনে। তখন জীবন নরক হয়ে উঠতে পারে।

 

সবশেষে অভিনেত্রী বলেন,

তবে তার মানে এই নয়, বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক সময় পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলাতেও পারে।

 

আরও পড়ুন: ৫২ বছরেও লাস্যময়ী ঐশ্বরিয়া

 

'বিগ বস'-এর মঞ্চে প্রতিযোগি হয়ে অংশ নিলে একে অন্যের প্রেমে পড়েন শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা। প্রেমিকের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় প্রেমিককে স্মরণ করতে পোস্ট করেন অনেক আবেগী মুহূর্ত। ক্যারিয়ারের প্রথম পুরস্কারটিও সিদ্ধার্থকে উৎসর্গ করেন বলিউড এ তারকা। 

 

আরও পড়ুন: ৫০০ চিঠির ভিত্তিতে তৈরি হবে ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর বায়োপিক!

]]>
সম্পূর্ণ পড়ুন