জিয়া পরিবারের নামে গুজব ছড়ালে কঠোর জবাবের হুঁশিয়ারি

৪ সপ্তাহ আগে
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের কলেজ গেট এলাকা থেকে মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, ০৫ আগস্ট পরবর্তী সময়ে যতই দিন যাচ্ছে খুন, গুম, চাঁদাবাজি, সংঘর্ষের মতো সন্ত্রাসী কর্মকান্ড ততোই বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ অন্তবর্তীকালীন সরকার। তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। কারণ অরাজনৈতিক সরকার দেশ পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তার প্রমাণ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা।

আরও পড়ুন: পাথর মেরে যুবক হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে: চরমোনাই পীর

স্বেচ্ছাসেবক দলের নেতারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানারকম মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। ভবিষ্যতে এমনটা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতার। জিয়া পরিবারের প্রতি সব গুজব প্রতিরোধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুম্মান, যুগ্ম আহ্বায়ক জানিবুল হক জোসি৷ এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আল হাসান ইমন, সাদমান সাকিব লিপু, ফরিদ আহমেদ ফিরোজ, সোহেল রানাসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন