মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিরোনার মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ইউরোপসেরার লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আর্না স্লটের দল। আর এই জয়ে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল দলটি।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে চাপ সৃষ্টি করতে থাকে লিভারপুল। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল তারা। তবে ডারউইন নুনেজের শট দারুণ দক্ষতায় রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। প্রথম ১০ মিনিটে নিজেদের সীমানায় আটকে থাকা জিরোনা দ্বাদশ মিনিটে প্রথম আক্রমণ করে। আর প্রথমবারেই সফলতার খুব কাছে গিয়েছিল দলটি।
লিভারপুল ডিফেন্ডারদের ভুলে ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে যান ডালে ব্লিন্ড। তবে সেখান থেকেও শট নিতে পারেননি তিনি। সেখান থেকে বল পেয়ে শট নেন আলেহান্দ্রো ফ্রান্সেস। তবে তার শট ছিল গোলরক্ষক বরাবর। ৩ মিনিট পর আবারও গোলের কাছে গিয়ে ব্যর্থ হয় জিরোনা। এবার গোলরক্ষককে একা পেয়ে বক্সের মুখে শট নেওয়ার আগে পিছলে যান ব্রায়ান গিল। উঠে গিয়ে অবশ্য তিনি শট নিয়েছেন পরে। তবে সেই শট সহজেই রুখে দেন গোলরক্ষক আলিসন বেকার।
আরও পড়ুন: কোচিং ক্যারিয়ারে সিটিই গার্দিওলার শেষ ক্লাব!
প্রথমার্ধে এমন আক্রমণ-প্রতি আক্রমণ চলেছে আরও। ৩৫ মিনিটে নুনেজের শট পা দিয়ে আটকান পাউলো গাস্সানিগা। দুই মিনিট পর দারুণ এক শট নেন জিরোনার ইয়াসের আসপ্রিয়া। তবে সেই শট কর্ণারের বিনিময়ে ফেরান আলিসন।
বিরতির পরেও একই গতিতে চলে লড়াই। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙেন সালাহ। বক্সে লুইস দিয়াজ ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ।
পিছিয়ে গিয়ে লড়াইয়ে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জিরোনা। তবে ভালো কোনো সুযোগ আর মেলেনি তাদের। পুরো ম্যাচ লড়াই করে যাওয়া জিরোনাকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
]]>