শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে জি ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে গেছে অন্তত দশটি দোকান।
দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের জিরানি এলাকার ইজারাদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
ফায়ার সার্ভিসের আঞ্চলিক পরিচালক প্রণব চৌধুরী জানান, রাত ১টার দিকে জিরানি এলাকার ইজারাদার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে তাতে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় দশটি অধিক দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন।