জিম্বাবুয়ের বোলারদের বোলিং তোপে ১৫৭ রানেই শেষ আফগানিস্তান

১ সপ্তাহে আগে
বুলাওয়েতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্টে হয়েছিল রানবন্যা। তবে এবার সেই বুলাওয়েতেই দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। প্রথম টেস্টে ৬০০'র উপরে করা আফগানিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেছে। প্রথম দিন শেষে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬ রান করেছে।

দ্বিতীয় টেস্টে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। যদিও বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যায়। কন্ডিশনের সুবিধা নিয়ে একের পর এক আফগান ব্যাটরদের উইকেট নিতে থাকে জিম্বাবুয়ের বোলাররা।


আরও পড়ুন: সিডনি টেস্টে উসমান খাজাকে অবসর নেয়ার পরামর্শ ক্লার্কের 


আফগানিস্তানের মাত্র এক ব্যাটসম্যান ২০ রানের উপরে করতে পেরেছে। রশিদ খান ২০ বলে করেন ২৫ রান। এছাড়াও, রহমত শাহ ১৯, আব্দুল মালিক ১৭ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা এবং নিউম্যান নিয়ামহুরি। ২ উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি। ১ উইকেট নেন রিচার্ড এনগারাভা।


শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ক্রিজে টিকে আছেন দুই ওপেনার জয়লর্ড গাম্বি এবং বেন কারান। এখনও ১৫১ রানে এগিয়ে আছে আফগানিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন