তাসকিন ও এবাদতের বাদ পড়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই তাসকিন, ডাক পেলেন তানজিম
তাসকিন সুযোগ না পাওয়ায় কপাল খুলেছে তানজিম হাসান সাকিবের। প্রথমবারের মতো সুযোগ মিলেছে টেস্ট দলে। এ বিষয়ে লিপু বলেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি তার মধ্যে আছে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’
আরও পড়ুন: বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার পথে উমর গুল
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এবাদত হোসেন। তার বর্তমান ফিটনেস নিয়ে লিপু জানিয়েছেন, ‘আমরা এখনও এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কী অবস্থায় আছে। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পাননি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
]]>