আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে ডাক পেয়েছেন বেন কারেন। তার সঙ্গে ডাক পেয়েছেন আরও ৬ অনভিষিক্ত ক্রিকেটার।
ওয়ানডে সিরিজ শেষে চার দিনের বিরতি নিয়ে ২৬ ডিসেম্বর ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টে দুদল মুখোমুখি হবে ২ জানুয়ারি।
সিরিজকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দল গড়েছে জিম্বাবুয়ে। যেখানে ডাক পেয়েছেন বেন কারেন। বড় ভাই টম কারেন ও ছোট ভাই স্যাম কারেন ইংল্যান্ডের হয়ে খেললেও বাবার পথ ধরে তিনি জিম্বাবুয়েকে বেছে নিয়েছেন। দলটির হয়ে গত ১৭ ডিসেম্বর তার ওয়ানডে অভিষেক হয়েছে। এবার সাদা পোশাকে অভিষেকের পালা।
আরও পড়ুন: লঙ্কা টি-টেনের চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স
ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে (১৫ ও ০) সুবিধা করতে না পারলেও টেস্টে তাকে নিয়ে আশা রাখা-ই যায়। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭ ইনিংসে ৩৫.৮৬ গড়ে ২৫৪২ রান করেছেন তিনি। যেখানে ১২ ফিফটির সঙ্গে আছে ৪টি সেঞ্চুরির ইনিংস।
এদিকে বেন কারেন ছাড়াও প্রথমবার টেস্ট ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন জনাথন ক্যাম্পবেল, ট্রেভর গোয়ান্দু, তাকুজওয়া, নিউম্যান নিয়ামহুরি, নিয়াশা মায়াভো ও তাদিওয়ানাশে মারুমানি।
দলের নেতৃত্ব থাকবেন ক্রেইগ আরভিন। এছাড়া সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ব্লেজিং মুজারাবানি ও রিচার্ড এনগ্রাভার মতো অভিজ্ঞরাতো থাকছেন-ই।
আরও পড়ুন: রেকর্ড গড়ে জিতল আফগানিস্তান
জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), বেন কারেন, ব্রায়ান বেন্নেট, জনাথন ক্যাম্পবেল, তাকুজওয়া চাতাইরা, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্দু, তাকুজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ব্রান্ডন মাভুতা, নিয়াশা মায়াভো, ব্লেজিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগ্রাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।