জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন টেইলর-উইলিয়ামস

৪ সপ্তাহ আগে
দীর্ঘ সাড়ে ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক বেন্ডন টেইলরের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরেছেন সাদা বলের ক্রিকেটেও। টি-টোয়েন্টি ফরম্যাটেও দলে ফিরতে খুব অপেক্ষায় থাকতে হলো না এই উইকেটকিপার-ব্যাটারকে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন টেইলর। দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামসও।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে চমক হিসেবে আছে দীর্ঘদিন পর দুই অভিজ্ঞ তারকা ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের অন্তর্ভূক্তি।


২০২৪ এর মে মাসে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন উইলিয়ামস। অন্যদিকে, সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন টেইলর।


দলে জায়গা পেয়েছেন ব্রাড ইভান্স ও তাদিওয়ানাশে মারুমানিও। গত মাসে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলা দলের নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকেসা এবং তাফাদজাওয়া তিসিগা বাদ পড়েছেন দল থেকে।


আরও পড়ুন: কামিন্সকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়া


আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে।


জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্রাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়েরস, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। 

]]>
সম্পূর্ণ পড়ুন