জিম্বাবুয়েকে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

১ দিন আগে
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৫৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। এর আগে ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৫১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। ১৬৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আফ্রিকা। তৃতীয় দিনের শেষ সেশনে ৩৬৯ রানে অলআউট হলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭ রান।

প্রথম দিন বল হাতে শুরুটা ভালো করলেও লুহান ড্রে প্রেটোরিয়াস এবং করবিন বশের সেঞ্চুরিতে দিনটা নিজেদের করে নিতে পারেনি জিম্বাবুয়ে। উল্টো ৯ উইকেটে ৪১৮ রানে ইনিংস ঘোষণা করে চালকের আসনে বসে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনেও সেই দাপট বজায় রাখে প্রোটিয়ারা। আর তাদের দাপটে দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কা চেপে বসে জিম্বাবুয়ের শিবিরে। 

 

প্রথম ইনিংসে প্রিটোরিয়াস ও করবিন বশ সেঞ্চুরি করেন। তাছাড়া বাকি ব্যাটারদের কেউ ইনিংস বড় করতে পারেনি। দুই সেঞ্চুরিতে ৪১৮ রান করে প্রথম দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় প্রোটিয়ারা। 

 

আরও পড়ুন: আগস্টে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানাল ভারত

 

নিজেদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংস বাঁচাতে একাই লড়াই করে গেছেন সেন উইলিয়ামস। ১৬৪ বলে করেন ১৩৭ রান। বাকিদের মধ্যে কেবল ক্রেইগ আরভিন করেন ৩৬, ব্রায়ান বেন্নেট ১৯, মাধেভেরে ১৫ ও ভিনসেন্ট মাসেকেসা করেন ১১ রান। তাছাড়া বাকি ব্যাটারদের কেউ-ই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। 

 

সেন উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আর তাতেই ১৬৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। বল হাতে শুরুটা অবশ্য ভালোই করেছিলো জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ১ রান তুলতেই ব্রেটজকে ফেরান চিভাংগা। ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মল্ডার ও বেডিংহাম। তারা দুজনে দলীয় স্কোর নিয়ে যান ১৩৬ রানে। 

 

আরও পড়ুন: এক সেঞ্চুরিতে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন ডু প্লেসি

 

৩৫ রান করা বেডিংহাম আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর প্রিটোরিয়াস ও ব্রেভিস টিকতে পারেননি বেশিক্ষণ। তারপর হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার ভেরেইনা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। করবিন বশও করেন ৩৬ রান। 

 

শেষদিকে ফিফটি তুলে নেন মহারাজ। ৩৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। আর তাতেই জিম্বাবুয়ের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩৭ রানের লক্ষ্যে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করছে জিম্বাবুয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন