জিমি কার্টারের শেষকৃত্যে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট। এ ধরনের দ্বিদলীয় সম্মান প্রদর্শন জিমি কার্টারের রাজনীতি ও জীবনযাত্রার মূল ভিত্তি তা স্পষ্টভাবে প্রমাণিত বলে মনে করেন অনেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে শ্রদ্ধা জানান তারা। এসময় বাইডেন বলেন, স্বাধীনতা আর ক্ষমতা চরিত্রের চেয়ে বড় কিছু নয় তা কার্টার প্রমাণ করে গেছেন। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সমবেত হন হাজার হাজার জনতা।

 

পাশাপাশি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন। তারা সবাই উপস্থিত হন দেশটির ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষ বিদায়ের অনুষ্ঠানে।

 

আরও পড়ুন: অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা নিয়ে আপত্তি কেন ট্রাম্পের?

 

ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে মার্কিন প্রেসিডেন্টরা ছাড়াও জিমি কার্টারকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ। সেখানে তার উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তাকে স্মরণ করা হয় একজন মহৎ নেতা হিসেবে। বাইডেন বলেন, স্বাধীনতা আর ক্ষমতা চরিত্রের চেয়ে বড় কিছু নয় তা কার্টার প্রমাণ করে গেছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বিভিন্ন সময়ে মুখোমুখি হয়েছেন নানা প্রতিকূলতার। তারপরও পরবর্তী প্রজন্মকে শিখিয়ে গেছেন কীভাবে নেতৃত্ব দিতে হয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক নীতি প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি, চীনের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণ এবং পানামা খাল নিয়ে পানামার নিয়ন্ত্রণের জন্য চুক্তি।

 

গত দুই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ক্যাপিটল রোটান্ডায় গিয়ে কার্টারের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লাখো মানুষ। শোকসভায় অংশ নেয়া বহু মানুষ কার্টারের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন। তিনি যে ধরনের চরিত্র নিয়ে দেশ পরিচালনা করেছেন, তা আজকের রাজনৈতিক পরিবেশে বিরল বলে অনেকে মনে করেন।

 

আরও পড়ুন: জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি

 

শোকসভা শেষে কার্টারের মরদেহ জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে জর্জিয়াতে পাঠানো হয়েছে। তাকে সমাহিত করা হবে প্লেনস শহরে। গত ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে জর্জিয়ার প্লেইনসে মারা যান জিমি কার্টার।

]]>
সম্পূর্ণ পড়ুন