দীর্ঘ বিরতির পর তিনি আবারও কোচ হিসেবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার ২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দ্বিতীয়বার ছেড়ে দেওয়ার পর থেকে আর কোনো দলের কোচিংয়ে ছিলেন না।
গত কয়েক বছরে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, মার্সেই এবং ফেনেরবাচের মতো ক্লাব তার প্রতি আগ্রহ দেখালেও আগ্রহ দেখাননি তিনি। ২০২২ সালে জিদান জানিয়েছিলেন, ইংরেজিতে সাবলীল না হওয়ায় ইংল্যান্ডে ক্লাব কোচিংয়ের কোনো স্বল্পমেয়াদি পরিকল্পনা তার নেই।
দীর্ঘদিন ধরেই তাকে ফ্রান্স জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দেখা হচ্ছে। তার সাবেক সতীর্থ দিদিয়ের দেশম ২০১৪ সাল থেকে ফ্রান্সের কোচ হিসেবে আছেন, তবে তিনি ঘোষণা দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপের পর পদ ছাড়বেন।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতি সন্তানদের টান নিয়ে হামজার আবেগঘন স্বীকারোক্তি
গত বছর মার্কা জানিয়েছিল, জিদান পুনরায় কোচিংয়ে ফিরলে তিনি শুধুমাত্র দুই জায়গার প্রস্তাব বিবেচনা করবেন—ফ্রান্স জাতীয় দল অথবা রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দলটিতে এরই মধ্যে দুই দফায় সাফল্যমণ্ডিত সময় কাটিয়েছেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছিল, জিদান হয়তো আর কখনো কোচ হিসেবে ফিরবেন না।
কিন্তু এক দাতব্য ম্যাচে খেলোয়াড় হিসেবে মাঠে ফেরার প্রস্তুতির মধ্যেই জিদান সাংবাদিকদের সামনে ঘোষণা দিলেন, তিনি খুব শিগগিরই আবার ম্যানেজার হিসেবে ডাগআউটে ফিরছেন।
তিনি বলেন, 'এটা ঘটবে শিগগিরই। খুব শিগগিরই।'
যদিও তিনি কোন দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন তা প্রকাশ করেননি, তবে গত মাসে ত্রেন্তো স্পোর্ট ফেস্টিভ্যালে জিদান স্পষ্ট করে বলেছিলেন, তার স্বপ্ন একদিন ফ্রান্স জাতীয় দলকে কোচিং করানো।
আরও পড়ুন: ইনিয়েস্তার বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ
জুভেন্টাসের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছিলেন। সিরি আ'র ক্লাবটির হয়ে তিনি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত খেলেছিলেন। যদিও ক্লাবটি সম্প্রতি ইগর টিউডরকে বরখাস্ত করে লুচিয়ানো স্পালেত্তিকে নতুন কোচ হিসেবে নিয়েছে।
জিদান বলেছিলেন, 'আমি একদিন ফ্রান্স দলের প্রধান কোচ হতে চাই। আমি অবশ্যই কোচিংয়ে ফিরব। জুভেন্টাসে আমি কেন যাইনি? জানি না, তবে সেই দল সবসময় আমার হৃদয়ে আছে, কারণ তারা আমাকে অনেক কিছু দিয়েছে।'

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·