জালেমের বিদায় হলেও জুলুম থেকে মানুষের মুক্তি হয়নি: ড. মুহাম্মদ রেজাউল

৩ সপ্তাহ আগে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জালেমের বিদায় হলেও জুলুম থেকে সমাজের মানুষের মুক্তি হয়নি। নতুন উদ্যেমে সমাজে আবার চাঁদাবাজি, খুন-খারাপি, নারীদের অপমান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা শুরু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো হিন্দুদের নামে, কখনো রিকশাওয়ালা, কখনো আনসারের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করতো। এ পুতুল সরকারের বিদায়ের মধ্যে দিয়ে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে।’


আরও পড়ুন: শ্রমিক কমিশন গঠনের দাবি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আমিরের


এ সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে ড. রেজাউল করিম বলেন, ‘ভারত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে আঙ্গুল তুলে হুঙ্কার দেয়। স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেভাবে মুক্তিকে নিশ্চিত করেছে। আগামী দিনে ইসলাম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ।’


তিনি বলেন, ‘আজ রাষ্ট্রে যে দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্ম হয়েছে, এটি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অপমানজনক। ক্ষমতার জন্য শিশু-বৃদ্ধকে হত্যা, আলেম-ওলামাদের জবাই করাই ছিলো আওয়ামী লীগের  একমাত্র কাজ। এমনকি ২০০৬ সালের ২৮ অক্টোবর লাশের ওপর নাচানাচিও করেছে আওয়ামী লীগ। সমাজকে ভালো করার জন্য ইসলামের দ্বীনের কথা বলতেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের বিচারিক কায়দায় হত্যা করেছে। জামায়াত নেতা ডা. ফয়েজ আহম্মেদকে নির্মমভাবে হত্যা করেছে তারা। সেই সময়ের খুন-সন্ত্রাসীর কথা র‌্যাব এখন অকপটে স্বীকার করেছে। স্বীকার করেছে আয়না ঘরের কথাও।’


আরও পড়ুন: দেশবাসী এবার জামায়াতের শাসন দেখতে চায়: ইয়াছিন

 

আজকের দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ আওয়ামী লীগ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে দেশের মানুষ খেটে খায়। বাজারে গেলেই দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি। অথচ আওয়ামী লীগ বিগত দিনে রাষ্ট্র থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ সময়ে তারা সাড়ে ১৬ হাজার সাধারণ মানুষ হত্যা করেছে। ফলে মানুষ খুন, রাহাজানি এগুলো ছিলো আওয়ামী লীগের ক্ষমতায় মছনদে থাকার আয়োজন।’

 

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট. আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন: শহর জামায়াতের নায়েবে মাওলান জহিরুল ইসলাম, শুরা কর্মপরিষদ সদস্য শামছুল হুদা, জামায়াত নেতা আমির হোসেন, হেলাল উদ্দিন, শহীদ উল্লাহ সুমন, ফিরোজ আলম, নুরন্নবী ফারুক, জামাল উদ্দিন প্রমুখ। বক্তব্য শেষে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন