শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়া হয়। এ হামলার ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। শনিবার ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ। এদিন সেখানে পরিদর্শনে আসেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। হামলার ঘটনাকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।
ওলাফ শলজ বলেন, আমি হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। বলতে চাই এখনই সময় সবকিছু উদঘাটন করার। হামলা পরিকল্পনার বিস্তারিত রহস্য উদঘাটন করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। তবে এমন সংকটময় সময়ে নাগরিকদের মধ্যে ঐক্য ধরে রাখারও আহবান জানাই।
জার্মানিতে এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। একইসঙ্গে দেশটির সরকারের প্রতি সংহতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিশ্ব নেতারা।
আরও পড়ুন: জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত ২
আর এই হামলাকে জার্মানিতে গণহারে অভিবাসনের ফল উল্লেখ করে শলজের পদত্যাগ দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
এছাড়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, হামলাকারীর বিষয়ে আগে সতর্ক করা হলেও তা গুরুত্ব দেয়নি জার্মান প্রশাসন।
আরও পড়ুন: জার্মানিতে ভারতীয় দূতাবাসের সামনে বিএনপির বিক্ষোভ
এদিকে আটক হামলাকারী সৌদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সী তালেব বেয়ানবুর্গের বাসা ও কর্মস্থলে অভিযান চালিয়েছে জার্মানির বিশেষ অপরাধদমন পুলিশ। তিনি ইসলামবিদ্বেষী বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। মাগদেবুর্গের ঘটনার পর দেশটির বায়ার্ন, হেসেন, হামবুর্গ ও বার্লিনের বড়দিনের মার্কেটগুলোয় নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
]]>