জার্মান চ্যান্সেলর নির্বাচিত হলেন ফ্রিডরিশ ম্যার্ৎস

২ সপ্তাহ আগে
জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস। মঙ্গলবার (৬ মে) প্রথম দফার ভোটে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় জয় নিশ্চিত করেন তিনি।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় জার্মানিতে। এতে ফ্রিডরিশ ম্যার্ৎসের (৬৯) দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন জয়ী হলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। 

 

ফলে সরকার গঠন নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠক ও দীর্ঘ আলোচনার পর গত মাসে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সঙ্গে জোট করতে সক্ষম হন ম্যার্ৎস।

 

আরও পড়ুন: মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, কয়েক ঘণ্টা বন্ধ ৪টি বিমানবন্দর

 

মঙ্গলবার (৬ মে) চ্যান্সেলর বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে ৬৩০ জনের মধ্যে প্রয়োজন ছিল ৩১৬ ভোট। কিন্তু প্রথম দফার ভোটে ম্যার্ৎস পান মাত্র ৩১০ ভোট। 

 

জোটের অন্তত ১৮ জন পার্লামেন্ট সদস্য (এমপি) তাকে ভোট দেননি। জোটের ভেতরকার অন্তর্দ্বন্দ্বের কারণে এমনটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রথম চেষ্টায় পর্যাপ্ত সমর্থন না পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। 

 

আরও পড়ুন: ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না, আশা পুতিনের

 

এর কয়েক ঘণ্টা পরই দলগুলো এবং বুন্ডেস্ট্যাগের প্রেসিডেন্ট দ্বিতীয় দফার ভোট আয়োজনে সম্মত হন। ভোটাভুটিতে ম্যার্ৎস ৩২৫ ভোট পেয়ে জয়ী হন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন