পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিনে মুক্ত হওয়া আসামি নুরুজ্জামান আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি তাকে বেদম মারধর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে আরও কয়েকজনকে মারধর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই অপহরণকারীদের চেনেন না বলে জানান।
অপহৃত নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, নুরুজ্জামান কুষ্টিয়া দৌলতপুর উপজেলা তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। গাংনী উপজেলা রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফের সঙ্গে বিদেশ গমনের জন্য টাকা নেয়া কেন্দ্রিক ২৭ লাখ টাকার একটি মামলা মেহেরপুর আদালতে চলমান রয়েছে। আদালত এক মাসের জামিন মঞ্জুর করলে ক্ষিপ্ত হয়ে পারভেজ ও তার সাথীরা নুরুজ্জামানকে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন: ১৭ ঘণ্টার অভিযানে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ অপহৃত ব্যক্তি ও ১০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।