শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের টোল প্লাজা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব অফিসের সদস্যরা তাকে আটক করে।
আটক জোনাকি ভৈরবের পুকুরপাড় এলাকার মাঈনুদ্দিন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব টোল প্লাজার কাছে অভিযান চালাই। এসময় ভাড়া করা মোটরবাইক যোগে আসা জোনাকিকে আটক করি। পরবর্তীতে তল্লাশিতে সুকৌশলে লুকানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রিত আইনে মামলা করেছি।’
আরও পড়ুন: বাগেরহাটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
তিনি আরও জানান, ‘গত তিনদিন হলো ভৈরবে যোগদান করেছি। যোগদানের তিন দিনের মাথায় টানা কয়েকটি অভিযানে সাফল্য আসে। ১৮ সেপ্টেম্বর সয়দ নজরুল ইসলাম সেতুর কাছে থেকে স্মৃতি বেগম (৩০) নামে এক নারীকে ৬ কেজি গাঁজাসহ, ১৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে মাঈন উদ্দিনকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর দুপুরে জোনাকিকে ইয়াবাসহ আটক করা হয়।’
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই একই এলাকায় স্বামী মাঈনুদ্দিনসহ জোনাকিকে আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তখন তাদের কাছ থেকে ৭ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন জোনাকি। অবশেষে আবারও ইয়াবাসহ ধরা পড়লেন তিনি।
]]>