জামিনে এসে ধর্ষণের শিকার নারীকে মারধর করে চুল কেটে দিলেন আসামি!

১ সপ্তাহে আগে
গাইবান্ধায় জামিনে বেরিয়ে এসে ধর্ষণের শিকার এক নারী উদ্যোক্তাকে মারধর ও তার মাথার চুল কেটে দিয়েছেন আসামি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার সাঘাটা উপজেলার উল্লা ভরতখালি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।


ভুক্তভোগীর অভিযোগ, সাঘাটা উপজেলার উত্তর উল্ল্যা গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ খোকন তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে ধর্ষণ করে আসছিলেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো শুরু করেন। পরে ওই নারী বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতি ও বিচারের জন্য গত ৯ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।


ওই মামলায় সম্প্রতি জামিনে এসে বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত খোকন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১ 

ভুক্তভোগী নারী জানান, বুধবার বিকেলে তিনি উল্ল্যাবাজার দিয়ে বাড়ি আসার পথে খোকন তার পরিবারের সদস্যদের নিয়ে তাকে ধরে তার ওষুধের দোকানে নিয়ে নির্মমভাবে মারধর করে এবং মাথার চুল কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গাইবান্ধা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 


গাইবান্ধা জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানা জানান, মধ্যযুগীয় কায়দায় ওই নারীকে নির্যাতন করা হয়েছে। যেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বর্বরোচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে।                 

]]>
সম্পূর্ণ পড়ুন