জামায়াতের সঙ্গে কার্টার সেন্টারের প্রতিনিধিদের বৈঠক

১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে।

 

কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে অন্য সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, মাইকেল বালদাসারো, সাইরাহ জাহেদি, ড্যানিয়েল রিচার্ডস ও কাজী শহীদুল ইসলাম।

 

আরও পড়ুন: দুপুরের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: ড. শফিকুল

 

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন