জামায়াতের নারীরা বোরকা পরে পরকালের টিকিট বিক্রি করছেন: দুলু

৩ সপ্তাহ আগে
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকাদার দুলু বলেছেন, ‘জামায়াতের নারীরা বোরকা পরে পরকালের টিকিট বিক্রি করছেন।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দুলু এ কথা বলেন।


বিএনপির নারী কর্মীদের জামায়াতের এইসব নারীদের রুখার অনুরোধ করে দুলু বলেন, ‘জামায়াতের এই নারীরা আওয়ামী লীগের চেয়ে খারাপ। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ‘নারীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী-দিনে বিএনপিকে ক্ষমতায় বসানো সম্ভব। একমাত্র নারীরাই পারে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে। বাংলাদেশের অধিকাংশ মা-বোনেরা বিএনপি খালেদা জিয়া ও ধানের শীষকে বেশি ভালোবাসে এটা আমরা বিশ্বাস করি।’


আরও পড়ুন: কিছু ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু


জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম সুফিয়া হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা র‌্যালি বের করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন