জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

৫ দিন আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

 

এসময় আগামী নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নানা পরিকল্পনার কথা উঠে আসে। পরিচালনা কমিটির সদস্যরা এসব পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরেন এবং বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়।

 

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ‘শিবির ইফেক্ট’ কাজে লাগাতে চায় জামায়াত

 

এছাড়া জামায়াত আমিরের সারা দেশে নির্বাচনী সফরের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। একইসঙ্গে নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রার্থীদের প্রচারণায় ভিন্নধর্মী কৌশল ব্যবহারের বিষয়ে আলোকপাত করা হয়।

 

আরও পড়ুন: জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, দায়িত্বে যারা

 

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দলটির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করার পর এটিই আনুষ্ঠানিক প্রথম বৈঠক। এর আগে গত বছর অক্টোবরে প্রথম নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন