শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘আগে দখলদারি ছিল। ফুটপাত থেকে শুরু করে সবকিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই।’
তার বক্তব্যের মাঝে সামনে উপস্থিত শ্রোতারা চিৎকার দিয়ে বলে ওঠেন, ‘এখনও (দখলদার) আছে’। শফিকুর রহমান প্রশ্ন করেন, ‘এখনও আছে?’ শ্রোতারা আবারও চিৎকার দিয়ে বলেন, ‘আছে’।
এরপর শফিকুর রহমান বলেন, ‘এই চাঁদাবাজি-দখলবাজ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। অনেকে প্রশ্ন করতে পারে, আপনারা যে পারবেন তার প্রমাণ কী? তার প্রমাণ হচ্ছে, আমাদের কর্মীরা। আমাদের কর্মীরা দখলবাজিও করে না, চাঁদাবাজিও করে না।’
জামায়াত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না বলেও মন্তব্য করেন দলটির আমির। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।’
আরও পড়ুন: আত্মীয়-স্বজনরা মিলে দেশটাকে পুটলা করেছে হাসিনা সরকার: জামায়াত আমির
শেখ হাসিনা সরকার ও তার আত্মীয়-স্বজনরা মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ব্যাংকের টাকা লোপাট করেছে। দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে আত্মীয়-স্বজনরা মিলে দেশটাকে পুটলা করেছে হাসিনার পরিবার।’
তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে লন্ডনে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটি আমাদের জন্য লজ্জার।’
জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতার ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।