শনিবার (৩০ আগস্ট) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে তার দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, মানুষ ‘বলতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। আমরা চাই মানুষের এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক। আওয়ামী ফ্যাসিবাদ যেমন কোনো রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি, তেমনি এই সরকারকে কোনো একটি দল ক্ষমতায় বসায়নি।’
আরও পড়ুন: বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সবার সন্ধান চায় জামায়াত
রফিকুল ইসলাম বলেন, ‘ড. ইউনূস সরকার জনগণের সমর্থনে গঠিত হয়েছে। সুতরাং জনগণের হয়েই কাজ করতে হবে।’
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীনসহ সংগঠনটির জেলা শাখার শীর্ষ নেতারা।