বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় জামায়াত আয়োজিত এক সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতি দূর করতে হলে দরকার সৎ, আদর্শিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব। যারা তিনবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা কখনও দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।’
নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। ইসলামই একমাত্র নারীর পূর্ণ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। জামায়াতে ইসলামী সেই ইসলামী রাষ্ট্রব্যবস্থার পক্ষেই কাজ করে।’
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির
তিনি আরও বলেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। সকলেই সমান সুযোগ ও মর্যাদা পাবে।’
জামায়াতের সাবেক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অথচ আজও তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়াতুল্লাহ। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম এবং পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী।
সভা শেষে ১৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
]]>