রোববার (২১ আগস্ট) বিকেলে খুলনার পূর্ব রূপসা ঘাটে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, ‘জামায়াত গত বছরের ৫ আগস্টের পর বলা শুরু করলো আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে। তারপর বলা শুরু করলো ভারতের সঙ্গে সম্পর্ক করতে হবে। পরে আবার বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমরা সবার আগে বলেছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।’
আরও পড়ুন: দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে: হেলাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে রূপসা উপজেলা বিএনপি ও সব সহযোগী সংগঠন এ পথসভার আয়োজন করে। সভায় জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।