জামায়াত আমিরের রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তাকে বাইপাস সার্জারি করা হবে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে।

শুক্রবার (১ আগস্ট) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


দোয়া মাহফিল পূর্বে সিলেট মহানগর জামায়াতের আমির ও আমিরে জামায়াতের ভাই মুহাম্মদ ফখরুল ইসলাম সবার কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন: শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ছাড়াও নায়েবে আমির নরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের অন্য নেতারা। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এতে অংশগ্রহণ করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন