সোমবার (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাছিনা বেগম শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আজিজুল হক, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমানসহ শহীদদের স্বজনরা।
জামালপুর সদর উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের শহীদ সুমনের বাবা বিল্লাল এবং ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের শহীদ লিটনের বাবা সবুর মণ্ডল বলেন, ‘সরকারের এই অনুদান পেয়ে আমরা অনেক খুশি। আমরা যাদের হারিয়েছি তাদের না পাওয়ার কষ্টের মধ্যে আছি। তারপরেও আন্দোলন করে ফ্যাসিবাদ সরকারকে সরাতে পেরেছে এতেই আমরা গর্বিত। তবে সরকারের কাছে দাবি, যেন আর্থিক সহায়তা অব্যাহত রাখে।’
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে দিনাজপুরে ৮ শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘জামালপুর জেলা প্রশাসন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ৮ শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা করে চেক পেয়েছি। আজ পরিবারের সদস্যদের চেক গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। তারা সন্তুষ্ট হয়ে চেক গ্রহণ করেছেন।’