শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইসলামপুর উপজেলার পৌর এলাকার পলবান্ধার ধর্মকুড়া গ্রামের বাড়িতে তার নিজ ঘর থেকে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনরা।
সাংবাদিক ওসমান হারুনী একই এলাকার বাসিন্দা। তিনি মোহনা টেলিভিশনের প্রতিনিধি ছিলেন। তিনি ইসলামপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি দুই ছেলে সন্তানের বাবা।
আরও পড়ুন: বাইক থামিয়ে মোবাইলে কথা, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, সাংবাদিক ওসমান হারুনী দীর্ঘ দিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এ ছাড়া মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দিকে তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।