জামালপুরে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

১ সপ্তাহে আগে
জামালপুরের মাদারগঞ্জ ভিমরুলের কামড়ে বাদল মন্ডল (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরনগর মন্ডল বাড়ি এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানান, বাদল মন্ডল প্রতিদিনের মতো সকালে আনুমানিক আটটার দিকে তার নিজ বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। হঠাৎ একদল ভিমরুল তাকে আক্রমণ করে। ভিমরুলের উপর্যুপরি কামড় আহত হয়। তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


আরও পড়ুন: ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু


এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান তাকে উন্নত চিকিৎসার জন্য  জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। জামালপুর জেনারেল হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।


চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার নিজামুদ্দিন ভিমরুলের কামড়ে বাদল মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন