মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।
গোয়েন্দা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: জামালপুরে শিশুকে মারধর করার দায়ে ৪ জনের কারাদণ্ড
অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনী পাওয়া গেলে পণ্য গুলো জব্দ করা হয়। এসময় পণ্য গুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়।
গোয়েন্দা (ডিবি)-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেছেন, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·