জামালপুরে ফুটবল ম্যাচের জেরে গ্রামবাসীর হামলা, আহত ২০

৩ সপ্তাহ আগে
জামালপুরে জেলা স্কুল মাঠে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া সমিতির উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল টুনামেন্টে পরাজিত হওয়ার ঘটনায় সত্যপীর হাইস্কুলের ছাত্র-শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পাথালিয়ার গ্রামবাসীর বিরুদ্ধে।

জানা যায়, পৌর এলাকার তিরুথা সত্যপীর হাইস্কুলের কাছে পাথালিয়া শাহজামাল (র.) উচ্চবিদ্যালয় ট্রাইবেকারে পরাজিত হয়। এ ঘটনায় পাথালিয়ার গ্রামবাসীর হামলায় সত্যপীর হাইস্কুলের কমপক্ষে ২০ জন ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুত্বর এক ছাত্রকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

 

আহত ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, খেলার শুরু থেকেই পাথালিয়া গ্রামের লোকজন খেলোয়ারদের হুমকি দিতে থাকেন। খেলা টাইব্রেকারে গেলে তিরুথা সত্যপীর হাইস্কুল ০৩-০১ গোলে জয় লাভ করে। খেলা শেষে ফেরার পথে পাথালিয়া গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্র-শিক্ষকসহ ২০ জন আহত হন। ঘটনার প্রতিবাদে তিরুথা গ্রামে ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী দোকানপাট বন্ধ করে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

 

সত্যপীর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, খেলা শেষ করে অটোরিকসা যোগে বাড়ি ফেরার পথে পাথালিয়া গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ছাত্র-শিক্ষকসহ ২০ জন আহত হয়েছেন। আমি একজনকে হাসপাতালে ভর্তি করে আসলাম। অন্য ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অনেক ছাত্র পায়ে, মাথায় আঘাত পেয়েছে। আমরা এই দুঃখজনক ঘটনার বিচার দাবি করছি।

 

আরও পড়ুন: নরসিংদীতে হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

 

খেলায় অংশ নেয়া আহত স্কুলছাত্র ইমন, তালহা শেখ ও জিহাদ হোসেন ও সৌরভ বলেন, আমরা মাঠে খেলতে নামার পর থেকেই হুমকি দিচ্ছিল। জেলা স্কুল মাঠে খেলা হওয়ায় পাশেই পাথালিয়া গ্রামে। খেলা ছিল ওদের গ্রামের স্কুলের সঙ্গে, যার কারণে পুরো মাঠজুড়ে পাথালিয়ার লোক ছিল। আমরা ৩ কিলোমিটার দূরে থেকে খেলতে গেছি। খেলা টাইব্রেকারে গেলে আমরা ৩ গোলে জয় পাই। খেলা শেষে সবাইকে নিয়ে অটোরিকসায় উঠছিলাম। এ সময় পাথালিয়ার শতাধিক গ্রামবাসী লাঠিসোঁঠা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের অনেক মেরেছে। আমরা দেখি আমাদের স্যারদের মারছে। দৌড়ে আশেক মাহমুদ কলেজে আশ্রয় নিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, পাথালিয়া শাহজামাল (র.) উচ্চ বিদ্যালয়কে এই টিম থেকে বাদ দিতে হবে। ওরা সব সময় এমন আচরণ করে।

 

জামালপুর সদর থানার উপ-পুলিশ পরির্দশক মো. খায়রুজ্জামান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী দোকানপাট বন্ধ করে রাস্তা অবরোধ করেন। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছি। আশ্বাসের পর তারা ফিরে গেছেন। পরিস্থিতি এখন শান্ত।

 

আরও পড়ুন: ডাব কেনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

 

পাথালিয়া শাহজামাল (র.) উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, খেলা শেষে বহিরাগত কে বা কারা হামলা করেছে সেটা বলতে পারবো না। তবে আমার স্কুলের কোনো ছাত্র এই হামলা সঙ্গে জড়িত না।

]]>
সম্পূর্ণ পড়ুন