শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার তাবুরচর এলাকায়।
জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সালেমা আক্তার। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়।
আরও পড়ুন: যশোরে নিয়োগ পরীক্ষায় নকল করায় আটক ২, একজনের কারাদণ্ড
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এসময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেয়া হয়।
পরে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·