এই কর্মসূচির আয়োজন করেন জামালপুর জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, কৃষক দল নেতা বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর, ছাত্রনেতা রানা ম্যানশনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, নারী সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিটির প্রশংসা করেন এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: জামালপুরে ব্রিজ সংকটে ১০ গ্রামের ২০ হাজার মানুষ
বিএনপি নেতা শামীম আহম্মেদ বলেন, "তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে জামালপুরে আজ থেকে প্রচার কার্যক্রম শুরু হলো। শহরের ওয়ার্ড, ইউনিয়ন, হাট-বাজারসহ প্রতিটি স্তরে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হবে।"
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের ঘোষিত দিকনির্দেশনা জনগণের সামনে উপস্থাপন করে জনমত গঠনের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছে।